বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জন্য বিমানে নেপাল থেকে যা আনা হলো

October 21, 2024 | জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত দু’জনের চোখের জন্য নেপাল থেকে বিনা ভাড়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে সংবেদনশীল কর্নিয়ার টিস্যু বহন করা হয়েছে। রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, দু’জনের চোখে কর্নিয়া প্রতিস্থাপনের জন্য সৌজন্যস্বরূপ নেপাল থেকে টিস্যু বিমানের উড়োজাহাজে করে আনা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাঠমান্ডু থেকে বিজি ৩৭২ ফ্লাইটের মাধ্যমে ঢাকায় পরিবহনের পর সংবেদনশীল ওই টিস্যু জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নওরোজ ফেরদৌস, বিমানের মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিস) রাশেদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর