ম’ন্দি’রে নিরাপত্তা দিতে এসে ম’দপা’নে অ’সু’স্থ দুই আনসার সদস্য

October 13, 2024 | জাতীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে ঝিকিড়া মহল্লার ভবানী মন্দিরে দুর্গাপুজায় নিরাপত্তার দায়িত্বে থানা দুই আনসার সদস্যের মদ পান করে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। পরে তাদের সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ আনসার সদস্য হলেন আলামিন হোসেন (৪০) ও মনিরুল ইসলাম (৩৫)। শুক্রবার (১১ অক্টোবর) দুর্গাপূজার মহাষ্টমীর দিন গভীর রাতে তারা মন্দির অঙ্গনে মদ পান করেন।

ভবানী মন্দিরের দুর্গা পূজা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আতশ সাহা জানান, শুক্রবার রাত আড়াইটার সময় দায়িত্বরত ওই দুই আনসার সদস্য মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আমি পূজা কমিটির অপর সদস্যদের ডেকে এই দুই আনসার সদস্যকে হাসপাতালে ভর্তি করাই। তিনি আরও জানান, এই দুই আনসার সদস্য মদ পান করে মন্দিরের পবিত্রতা নষ্ট করেছেন। তিনি এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।

উল্লাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত ঘোষ জানান, ইতোপূর্বে দুর্গাপূজার সময় এই ধরনের গর্হিত কাজ কখনো হয়নি। আলামিন ও মনিরুলের পূজা মণ্ডপ অঙ্গনে মদ খাওয়ার বিষয়টি হিন্দু সম্প্রদায়কে মর্মাহত করেছে। তিনি এই ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল বশির জানান, তারা ইতোমধ্যেই উক্ত মন্দির অঙ্গনে গিয়ে তদন্ত শুরু করেছেন। রোববার দেবী বিসর্জনের পর এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর