আমি থাকলে বাংলাদেশে ‘সং’খ্যা’ল’ঘু নি’র্যা’ত’ন’ ঘটত না: ট্রা’ম্প

November 1, 2024 | আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ‘বর্বর সহিংসতা’র অভিযোগ করেছেন। তিনি বলেছেন, তার সময়ে এমনটি কখনোই ঘটতে দিতেন না।

গত আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশে সরকারের পতনের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের মাঝে বিক্ষোভ চলছে। বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ পোস্ট দিয়ে ট্রাম্প এই মন্তব্য করেন।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি, তবে পরবর্তী নির্বাচনে পরাজিত হন। যুক্তরাষ্ট্রে পরপর দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারেন না। এবার ট্রাম্প আবারও নির্বাচনে অংশ নিচ্ছেন, ফলে ভোটাররা পর পর তিনবার তাকে প্রার্থী হিসেবে দেখছেন।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্প বলেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘বর্বর সহিংসতা’র তীব্র নিন্দা জানাচ্ছি, যারা উচ্ছৃঙ্খল জনতার হামলা ও লুটপাটের শিকার হয়েছেন। বর্তমানে বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।”

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসায় হামলার অভিযোগ উঠেছে। হিন্দু সম্প্রদায় সেই থেকেই ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, যদিও সরকার এসব অভিযোগ ‘অতিরঞ্জিত’ বলে মন্তব্য করেছে।

বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ ট্রাম্পবাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে হিন্দুদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প এবং দীপাবলির শুভেচ্ছা জানান।

তিনি দাবি করেন, নিজের সময়ে এমন পরিস্থিতি কখনোই ঘটত না। একই সাথে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন।

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার সময়ে এমন কিছু কখনোই ঘটতে দিতাম না। সারা বিশ্বে এবং আমেরিকায় হিন্দুরা কমলা ও জো বাইডেনের দ্বারা অবহেলিত হয়েছে।

“ইসরায়েল থেকে ইউক্রেন ও আমেরিকার দক্ষিণ সীমান্ত পর্যন্ত তারা কেবল বিপর্যয় ডেকে এনেছে। তবে আমরা আমেরিকাকে আবার শক্তিশালী করব এবং শক্তিমত্তা দিয়ে শান্তি ফিরিয়ে আনব।”

হিন্দু আমেরিকানদের ‘কট্টর বামপন্থি’ ও ধর্মবিরোধী এজেন্ডা থেকে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

“আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে ভারত এবং আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সাথে আমাদের বৃহৎ অংশীদারিত্বকে আরও শক্তিশালী করব।”

কমলা হ্যারিস ছোট ব্যবসাগুলোকে ধ্বংস করবেন এবং অধিক কর আরোপ করবেন বলে সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি কর কমাই, নিয়মনীতি সহজ করি এবং আমেরিকান তেজের প্রকাশ ঘটিয়েছিলাম, ইতিহাসের অন্যতম সেরা অর্থনীতি গড়ে তুলেছিলাম।

“আমরা এটি আবার করব, আগের যেকোনো সময়ের চেয়ে আরও বৃহৎ এবং ভালো; এবং আমরা আমেরিকাকে আবারও মহান করব।”

দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, “আশা করি আলোর উৎসব অন্ধকারের উপর ভালোবাসার বিজয় আনবে!”

সর্বশেষ খবর