হঠাৎ দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিলেন শেখ হাসিনা

October 23, 2024 | জাতীয়, রাজনীতি

আজ শেখ রাসেলের ৬১তম জন্মদিন। বঙ্গবন্ধুর কন্যা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশবাসীর কাছে ছোট ভাই রাসেলের জন্য দোয়া চেয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেওয়া এক পোস্টে তিনি দেশবাসীর দোয়া কামনা করেন।

পোস্টে শেখ হাসিনা লেখেন, “আজ ১৮ অক্টোবর। ১৯৬৪ সালে এই দিনে আমার ছোট ভাই রাসেল জন্মগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বাবা-মা ও ভাইদের সঙ্গে রাসেলকেও নির্মমভাবে হত্যা করা হয়। ১০ বছরের শিশুর কী অপরাধ ছিল যে তাকেও নির্মম বুলেটের আঘাতে হত্যা করা হলো? বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে পড়াশোনা করত রাসেল। টুঙ্গিপাড়া গেলে গরিব ছোট ছেলেদের সঙ্গে খেলা করত, তাদের নিয়ে প্যারেড করাত এবং নতুন কাপড় জামা উপহার দিত। শিশুরা উন্মুখ হয়ে থাকতো কবে রাসেল আসবে তাদের নিয়ে খেলা করবে।”

তিনি আরও জানান, “১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। ওই দিনই পাক বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এবং বাড়িটি ভাঙচুর করে। এরপর আমার মাকে গ্রেপ্তার করে, রাসেলও বন্দি হয়।”

শেখ হাসিনা বলেন, “রাসেল খুব চাপা স্বভাবের ছিল। কামাল ও জমাল মুক্তিযুদ্ধে চলে যায়, আর রাসেল কষ্টে কান্না করতো। ১৫ আগস্ট বঙ্গবন্ধু ভবনে পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়। কী অপরাধ ছিল আমার ছোট্ট রাসেলের? সে ‘মায়ের কাছে যাব’ বলে কান্নাকাটি করছিল, একজন ঘাতক তাকে বলেছিল, ‘চলো তোমাকে মায়ের কাছে নিয়ে যাই’, এরপর রাসেলকে নিয়ে গিয়ে হত্যা করে।”

তিনি আরও বলেন, “যে বাড়িতে আমার ছোট সোনামণি রাসেল জন্মগ্রহণ করেছিল, সেটি স্বাধীনতার সূতিকাগার। সেই বাড়িটি ৫ আগস্ট ২০২৪ সালে নির্মমভাবে পুড়ে গেছে। আমার রাসেলের সব স্মৃতি সেখানে ধ্বংস হয়ে গেছে।”

সূত্র : ইত্তেফাক

সর্বশেষ খবর